300X70
শনিবার , ২২ জানুয়ারি ২০২২ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

হবিগঞ্জে রাস্তা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২২, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ

সংবাদদাতা, হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় অন্তত ৩০ জনকে সদর আধুনিক হাসপাতাল এবং একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ শনিবার সকালে ওই উপজেলার রামগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের মিজানুর রহমান এবং ওয়াহিদ মিয়ার মধ্যে বাড়ির একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সকালে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অর্ধশ লোক আহত হন। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।

আশংকাজনক অবস্থায় শাহিদ মিয়াকে (৩৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় আব্দুল হক (৪৫), মিজানুর রহমান (২৮), আব্দুল আজিজ (৩০), নানু মিয়া (২৫), শাহেদা বেগম (২৬), জাহিদুল (৩০), শাহীন (২৭), মনোয়ারা বেগম (৩২), মমতা বেগম (৩৫), হাবিব (২৮), কাওছার মিয়াসহ (২৭) অন্তত ৩০ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় কেউ আটক নেই। তবে অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :