ভৈরব প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে হাওর অঞ।চলে প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত ৭টি ইউনিয়নে ৫৬৬ জন দরিদ্র নারীকে আত্মনির্ভশীল করতে মুরগি বিতরণ করা হয়েছ। সোমবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শিরিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বহী কর্মকর্তা মো ঃ সাদিকুর রহমান সবুজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জুলহাস হোসেন সৌরভ। প্রত্যেক সুফলভোগিকে ১৫টি করে মরগি দেয়া হয়েছে।
পরবর্তীতে তারা ভ্যাকসিন ও মেডিসিনহ প্রত্যেকে ১৫০ কেজি করে দানাদার খাবারও পাবে। ইতিপুর্বে সুফলভোগিদের মাঝে একটি করে মরগি পালনের ঘরও বিতরণ করা হয়েছিল প্রাণি সম্পদ হাসপাতালে আয়োজনে।
প্রানি সম্পদ কর্মকর্তা ডা.শিরিনা খাতুন বাঙলা প্রতিদিনকে জনান, হাওর অঞ।চলে প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা আজ ৫৬৬ জন সুফলভোগীকে ১৫টি করে মুরগি দিয়েছি।
ইতিপুর্বে প্রত্যেককে ১টি করে মুরগিরও ঘরও দেয়া হয়েছে। পরবর্তীতে তারা ভ্যাকসিন ও মেডিসিনহ প্রত্যেকে ১৫০ কেজি করে দানাদার খাবারও পাবে। এ প্রকল্পের উদ্দ্যেশ্য হলো প্রাণিজ আমীষ বৃদ্ধি করণ এবং হাওর অঞ্চলের দরিদ্র নারী জনগোষ্টিকে সনির্ভর করা এবং খাদ্য ও পুষ্টির উন্নয়ন করা। আমরা আশা করছি এ প্রকল্পের ফলে কর্মসংস্থানসৃষ্টিসহ প্রানিজ ও আমীষের উন্নতী হবে এবং উৎপাদনও বৃদ্ধি পাবে।