300X70
মঙ্গলবার , ১ ডিসেম্বর ২০২০ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

হাওর ও পাহাড়ি এলাকায় ইন্টারনেট সেবা পৌঁছাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১, ২০২০ ৬:৫৪ অপরাহ্ণ

তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন
প্রকল্প একনেকে অনুমোদন

বাঙলা প্রতিদিন ডেস্ক: তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়েছে।
একনেক সভায় হাওর ও পাহাড়ি এলাকায় ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার নিদের্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড-কে (বিটিসিএল) এ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য সিনিয়র সচিব ড. শামসুল আলম।
গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবরা একনেক সভায় অংশ নেন। বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

ড. শামসুল আলম বলেন, ইন্টারনেট সেবা রিমোট এলাকায় নিয়ে যেতে বিটিসিএল-কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সিনিয়র সচিব আরও বলেন, দেশে ব্যান্ডউইথের চাহিদা বাড়ছে প্রতিদিন। এছাড়া ২০২৫ সালে একটি সাবমেরিন ক্যাবল অকেজো হবে। এ জন্য সময়োপযোগী একটি প্রকল্প হাতে নেওয়ায় প্রধানমন্ত্রী খুশি হয়েছেন। প্রকল্পের আওতায় সাবমেরিন ক্যাবল ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি সংগ্রহ করে স্থাপন করা হবে।  ১৩ হাজার ২৭৫ কিলোমিটার কোর সাবমেরিন ক্যাবল স্থাপনসহ ১,৮৫০ কি.মি. ব্রাঞ্চ সাবমেরিন ক্যাবল স্থাপন করা হবে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :