300X70
সোমবার , ১৩ সেপ্টেম্বর ২০২১ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

হাতিয়াতে ট্রলার ডুবে জেলের মৃত্যু, নিখোঁজ ১

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ১৩, ২০২১ ৩:১৩ অপরাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে পৃথক পৃথক স্থানে ট্রলার ডুবির ঘটনায় এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত আবুল কালাম নাকে এক জেলে নিখোঁজ রয়েছে। সে উপজেলার ২ নং চানন্দী ইউনিয়নের পশ্চিম আদর্শ গ্রামের মো. বাতেনের ছেলে।

নিহত ইউছুফ মাঝি (৫০) উপজেলার ২ নং চানন্দী ইউনিয়নের পশ্চিম আদর্শ গ্রামের মৃত মো. হোসেনের ছেলে।

গতকাল রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার ইসলাম চর সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এ সময় দুটি ট্রলারের ১৬ জেলে নদীতে ডুবে যান। পরে আশপাশে থানা মাছ ধরার অন্য ট্রলার গুলোর সহযোগীতায় নৌপুলিশ ১৪ জেলেকে জীবিত উদ্ধার করে।

হাতিয়া নলচিরা নৌপুলিশ স্ট্রেশনের ইনচার্জ মো.ইয়ার আলী, শনিবার রাতে মাছ একটি ট্রলারে করে মেঘনা নদীতে মাছ ধরতে যায় মাঝি-মাল্লাসহ ৮জন। একপর্যায়ে বৈরি আবহাওয়ার কবলে পড়ে রোববার বিকেলে ট্রলারটি নদীতে ডুবে যায়। খবর পেয়ে মাছ ধরার অন্য ট্রলার গুলোর সহযোগীতায় নৌপুলিশ সাত জেলে জীবিত উদ্ধার করে। তবে এখন পর্যন্ত আবুল কালাম নামের এক জেলের এখনো সন্ধ্যান পাওয়া যায়নি।

নৌপুলিশ ইনচার্জ মো.ইয়ার আলী আরও জানান, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধারে চেষ্টা চলছে। মৃত জেলের দাফন সম্পন্ন হয়েছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :