নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্মরত ভারতের সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)’ এর চার সদস্য বিশিষ্ট নতুন উপদেষ্টা পারিষদ গঠন করা হয়েছে।
তারা হলেন- দ্য ফ্রন্টলাইনের প্রতিনিধি হারুণ হাবীব, ত্রিপুরার দৈনিক সংবাদের প্রতিনিধি সোহরাব হাসান, কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি সুকুমার সরকার ও ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিনিধি আনিসুর রহমান।
বুধবার সংগঠনের নির্বাহী কমিটির সভায় উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। সভায় নির্বাহী সদস্যের শূন্য পদে ইন্ডিয়া টুডে গ্রুপের প্রতিনিধি শাহিদুল হাসান খোকনকে কো-অপ্ট করা হয়।
ইমক্যাব সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে নির্বাহী কমিটির ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান, কোষাধ্যক্ষ আমিনুল হক ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবু আলী, নির্বাহী সদস্য দীপ আজাদ, রফিকুল ইসলাম সবুজ ও মনজুর আহমেদ অনিক।