বাহিরের দেশ ডেস্ক: মাশা আমিনির মৃত্যু ঘিরে ইরানজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে গুলিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৬ এ দাঁড়িয়েছে। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংগঠন আইএইচআর সোমবার এই তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ঐক্যবদ্ধভাবে হত্যা ও নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
আইএইচআর এর পরিচালক মাহমুদ আমিরি বিবৃতিতে বলেন, ভিডিও ফুটেজ এবং মৃত্যু সনদ (ডেথ সার্টিফিকেট) থেকে তারা নিহতের সংখ্যা নিশ্চিত হয়েছেন। ইরানের পুলিশ প্রকাশে গুলি করছে এমন ভিডিও তাদের কাছে।
‘যথাযথ নিয়ম’ মেনে হিজাব না পরার অভিযোগে মাসাকে তেহরানে আটক করেছিল ‘নীতি পুলিশ’। আটকের পর ‘নীতি পুলিশের’ হেফাজতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে তেহরানের একটি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর মাসার মৃত্যু হয়। সূত্র: আল আরাবিয়া