জ্যেষ্ঠ প্রতিবেদক : শেয়ারবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ সভা আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ সভায় সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেবে কোম্পানিটি।
আজ রোববার (৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ১৩ ফেব্রুয়ারি বিডি ফাইন্যান্সের পর্ষদ সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে।