ওমর ফারুক রুবেল: রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী ও লালবাগে র্যাবের পৃথক অভিযানে ১৪৮ বোতল ফেনসিডিল ও ১৫৪৭ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২৬ মে) দুপুর ১২ টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন দক্ষিণ মাতুয়াইল মেডিকেল রোড এলাকায় একটি অভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবাসহ মোঃ কামাল (৩০) নামের ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন ও নগদ- ৮৩০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া আজ বিকাল ৪ টার দিকে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ হুজুর বাড়ী রোড এলাকায় অপর একটি অভিযান চালিয়ে ১ লক্ষ ৪৮ হাজার টাকা মূল্যের ১৪৮ বোতল ফেনসিডিলসহ সোহেল রানা (২১) ও শামীম হোসেন (২২) নামের ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এসময় তার নিকট থেকে ৩ টি মোবাইল ফোন ও নগদ- ৯২০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়াও আজ বিকাল সাড়ে ৪ টার দিকে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার লালবাগ থানাধীন আমলিগোলা মক্কা হোটেলের গলি এলাকায় অপর একটি অভিযানচোলিয়ে ১ হাজার ২৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আতাউর রহমান (৩৮) নামের ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এসময় তার নিকট থেকে ৩ টি মোবাইল ফোন ও নগদ- ৮ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকাসহ এর আশপাশের এলাকায় ফেনসিডিল ও ইয়াবারসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।