নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৪ই জুন থেকে অনলাইনে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। এবারও অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হবে, তবে দুই শিফটে। সকাল ৮টায় শুরু হবে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি আর দুপুর ১২টায় শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি। আজ দুপুরে রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি বলেন, আগামী ২৯শে জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ২৪শে জুনের টিকিট ১৪ই জুন; ২৫শে জুনের টিকিট ১৫ই জুন; ২৬শে জুনের টিকিট ১৬ই জুন; ২৭শে জুনের টিকিট ১৭ই জুন এবং ২৮শে জুনের টিকিট ১৮ই জুন বিক্রি করা হবে। এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯, ৩০ জুন ও ১লা জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
রেলমন্ত্রী বলেন, এবারও ঈদে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। তবে ২টি শিফটে এই টিকিট বিক্রি করা হবে। সকাল ৮টায় বিক্রি হবে পশ্চিমাঞ্চলের টিকিট এবং দুপুর ১২টায় বিক্রি হবে পূর্বাঞ্চলের টিকিট।
তিনি আরও বলেন, এবার ঈদে ঢাকা থেকে বহির্গামী আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যা হবে ২৯ হাজার। সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
এছাড়া ৪ জুন থেকে ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে চিলাহাটি এক্সপ্রেস নামে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু হবে বলে জানান রেলমন্ত্রী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান প্রমুখ।