নিজস্ব প্রতিবেদকঃ পহেলা আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন, রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। এতদিন পদ্মা রেল সংযোগ প্রকল্পের কাজ করার জন্যট্রেন চলাচল বন্ধ ছিল।
আজ মঙ্গলবার কমলাপুর স্টেশন থেকে শুরু করে নারায়ণগঞ্জ পর্যন্ত রেল লাইনের কাজ পরিদর্শনের সময় উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম সুজন বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ ডুয়েল গেজ ডাবল লাইন করার জন্য যে প্রকল্প গ্রহণ করা হয়েছিল বিভিন্ন সমস্যার কারণে ঠিকাদার কাজ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়।
ডুয়েলগেজ ডাবল লাইন প্রকল্প রিভাইজ করে একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। নতুন করে দরপত্র আহ্বান করে আমারা দ্রুত কাজ শুরু করব এবং আশাকরি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারব।
তিনি বলেন, চাষাড়া থেকে নারায়ণগঞ্জ স্টেশন পর্যন্ত সিটি কর্পোরেশনের আংশের রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল করে, তাই এই অংশে রেলক্রসিংয়ে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ করতে হবে। সিটি কর্পোরেশনের সঙ্গে এ বিষয়ে সমন্বয় করতে সময় লেগেছে।
তাই কাজ শুরু করতে সময় লেগেছে।
সুজন বলেন, ঢাকা-যশোর রেললাইনের কাজ ২০২৪ সালে শেষ হওয়ার কথা রয়েছে। ঢাকা-ভাঙ্গা এবং দোহাজারী থেকে কক্সবাজার লাইন সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যে সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।
এ সময় পদ্মা সেতু প্রকল্প পরিচালক আফজাল হোসেন, ঢাকা বিভাগীয় রেলওয়ে পরিচালক সেলিম রউফ ও বিআরএম সফিকুল ইসলামসহ রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।