স্পোর্টস ডেস্ক: অনেক হতাশা নিয়ে বিশ্বকাপ শেষ করলেও সুখবর পেয়েছে বাংলাদেশ। কেননা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে টাইগাররা। গতকাল পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনালে যাওয়া থেকে বঞ্চিত সাকিববাহিনী গ্রুপ টু’তে পঞ্চম হয়ে শেষ করেছিল।
তবে দুই বছর পর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের নিয়ম অনুযায়ী এবারের আসরের দুই গ্রুপের সেরা ৮ দল সুযোগ পাবে। তবে কাগজে-কলমে না হলেও ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে যাওয়া ২০ ওভারের বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা নিশ্চিতই।
সরাসরি ১২টি দল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাবে। এই দলগুলোর দুটি—স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। তারা আয়োজক হিসেবে এমনিতেই সুযোগ পেয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা আটটি দলও গতকাল নিশ্চিত করে ফেলেছে।
সরাসরি সুযোগ পাওয়া দলগুলো হলো, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। বাকি ৮ দল বাছাই পর্বের মাধ্যমে জায়গা পাবে মূল আসরে। আফ্রিকা, এশিয়া ও ইউরোপ মহাদেশ থেকে দুটি করে দল সুযোগ পাবে।
ঠিক হয়ে যাওয়া ১০ দলের বাইরে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ভিত্তিতে সুযোগ পাবে আরও দুটি দল। এখানেই কপাল খুলেছে বাংলাদেশের। বাকি শুধু আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা চূড়ান্ত হবে ১৪ নভেম্বর। ওই দিন টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ দশের মধ্যে থাকলেই ২০২৪ বিশ্বকাপ খেলা নিশ্চিত বাংলাদেশের। যেহেতু সেই সময়ের মধ্যে র্যাংকিংয়ের নিচের দলগুলো খেলা নেই, তাই বাংলাদেশের সরাসরি খেলা নিশ্চিত।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এ মুহূর্তে বাংলাদেশ আছে নবম স্থানে। শীর্ষ দশে থেকে আফগানিস্তানও বিশ্বকাপ নিশ্চিত করেছে। মূলত বাংলাদেশের ওপরে থাকা আটটি দলেরই সেই বিশ্বকাপ খেলা নিশ্চিত করে ফেলাতেই সুখবরটা পেয়েছে বাংলাদেশ।