জ্যেষ্ঠ প্রতিবেদকঃ আগামী ২০ আগস্ট শুরু হবে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষার অনলাইন ফরম পূরণ। ২০ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। মেয়াদ শেষ হলে পাঁচ বছর মেয়াদি রেজিস্ট্রেশন হালনাগাদেরও পরামর্শ দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।
বৃহস্পতিবার বার কাউন্সিলের উপ-সচিব মো. আফজাল উর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ (পাঁচ বছর) এরই মধ্যে শেষ হয়েছে অথবা ২০ সেপ্টেম্বর শেষ হবে তাদের রেজিস্ট্রেশন হালনাগাদ করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
এমসিকিউ পরীক্ষার অনলাইন ফরম পূরণের বিস্তারিত, পরীক্ষা গ্রহণের সম্ভাব্য তারিখ ও এ সংক্রান্ত অন্যান্য তথ্য যথাসময়ে বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এবারের পরীক্ষায় প্রায় ৭০ হাজারের মতো প্রার্থী অংশ নিতে পারেন বলে জানিয়েছেন উপ-সচিব মো. আফজাল উর রহমান।