বিনোদন ডেস্কঃ মাত্র ২৫ বছর বয়সে মারা গেলেন অভিনেতা অ্যাঙ্গাস ক্লাউড। এইচবিও সিরিজ ‘ইউফোরিয়া’তে ড্রাগ ডিলার ফেজকো ‘ফেজ’ ও ‘নিল’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি।
এ অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার ব্যক্তিগত ম্যানেজার ক্যাট বেইলি গণমাধ্যমকে জানিয়েছেন, ক্লাউড সোমবার (৩১ জুলাই) ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে নিজের বাড়িতে মারা গেছেন।
দি হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা অ্যাঙ্গাস ক্লাউডের মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। এ ছাড়া সহকর্মী সহ-অভিনেতারা অ্যাঙ্গাসের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
আলেক্সা ডেমি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কালো পর্দার উপরে একটি ভাঙা হৃদয়ের ইমোজি শেয়ার করে সহ-অভিনেতা এবং বন্ধুকে হারানোর জন্য তার গভীর দুঃখ প্রকাশ করেছেন।
এদিকে অ্যাঙ্গাসের মৃত্যুতে শোক জানিয়ে এক বিবৃতিতে এইচবিও লিখেছে, অ্যাঙ্গাস একজন মেধাবী অভিনেতা ছিলেন। তিনি এইচবিও ও ইউফোরিয়া পরিবারের কাছে খুব প্রিয় একজন ছিলেন।
‘নর্থ হলিউড’ এবং ‘দ্য লাইন’ নামের দুইটি হলিউড ফিল্মেও অভিনয় করেছিলেন অ্যাঙ্গাস। এইচবিও সিরিজ ‘ইউফোরিয়া’তে ড্রাগ ডিলার ফেজকো ‘ফেজ’ ও ‘নিল’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বেকি জি, ক্যারল জি এবং জুস ডাব্লু আরএলডিসহ আরও কয়েক অভিনয় শিল্পীর সঙ্গে তিনি একটি মিউজিক ভিডিওতে অংশ নেন।