বাঙলা প্রতিদিন ডেস্ক : ১৯৭১ সালের ২৫মার্চ রাতে পাক হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাকান্ডে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে জনতা ব্যাংক পিএলসি.।
২৫মার্চ (সোমবার) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ব্যাংকের এমডি এন্ড সিইও মো. আব্দুল জব্বার প্রধান অতিথি এবং ডিএমডি মো. গোলাম মরতুজা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে, সিবিএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, স্বাধীনতা অফিসার পরিষদের সভাপতি মোহাম্মদ মেহেদী হাছান বক্তব্য রাখেন।
এসময় ব্যাংকের সকল স্তরের নির্বাহী,কর্মকর্তা,কর্মচারীবৃন্দসহ অফিসার সংগঠন ও সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে নিহতদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।