স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ এস সিরিজে উপভোগ করুন দুর্দান্ত ছাড়
অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : দেশজুড়ে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহকে উজ্জীবিত করতে নিজেদের ফ্ল্যাগশিপ এস সিরিজের স্মার্টফোনে বিস্তৃত পরিসরে আকর্ষণীয় ছাড় নিয়ে এসেছে স্যামসাং – থাকছে ২৮ হাজার টাকা পর্যন্ত অবিশ্বাস্য ক্যাশব্যাক ডিল সুবিধা। যার ফলে, এস সিরিজের অসাধারণ স্মার্টফোনগুলো কেনা যাবে আরও কম দামে। স্টক শেষ না হওয়া পর্যন্ত এ অফার চলবে।
এ ক্যাম্পেইনের অংশ হিসেবে, ক্রেতারা এখন তাদের পছন্দের স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি কিনতে পারবেন ১০ হাজার টাকা ক্যাশব্যাক অফারে, যার ফলে ফোনটির মূল্য দাঁড়িয়েছে এখন ৭৯,৯৯৯ টাকা। অন্যদিকে, গ্যালাক্সি এস২২ আল্ট্রায় ক্যাশব্যাক পাওয়া যাবে ২৮ হাজার টাকা পর্যন্ত, ক্যাশব্যাকের ফলে ফোনটি কেনা যাবে ১৫৯,৯৯৯ টাকায় এবং গ্যালাক্সি এস২২ প্লাসে ক্যাশব্যাক দেয়া হবে ১৯ হাজার টাকা; ফলে, ক্রেতারা ফোনটি কিনতে পারবেন এখন মাত্র ১২৯,৯৯৯ টাকায়। দুর্দান্ত এসব অফারের ফলে স্যামসাংয়ের ক্রেতারা এখন ছাড়কৃত মূল্যে এসব ডিভাইস ব্যবহার করতে পারবেন।
তাই, স্টক শেষ হওয়ার আগেই নিকটস্থ স্যামসাং স্টোর থেকে কিনে নিন আপনার পছন্দের ডিভাইস। বিস্তারিত জানতে যোগাযোগ নিকটস্থ অনুমোদিত স্যামসাং স্টোরে।