স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে তিন ধাপে ঢাকায় ফিরছে ক্রিকেটাররা। আজ ঢাকায় পা রাখছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স ও ফিজিও বায়েজিদুল ইসলাম। ঢাকায় ফিরে সিডন্স উড়ে যাবেন অস্ট্রেলিয়া। জাতীয় দলের ক্রিকেটাররা দেশে ফিরবেন দুই ধাপে ২০ ও ১ জুলাই। দলের সঙ্গে ফিরছেন না টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। লন্ডনে কয়েকদিন থেকে ঢাকায় ফিরবেন টাইগার ওয়ানডে অধিনায়ক। এরপর হারারেতে দলের সঙ্গে মিলবেন। ৩টি করে টি-২০ ও ওয়ানডে খেলতে ২৭ জুলাই বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়ে যাবে। এ বছর আরও অনেকগুলো টেস্ট, ওয়ানডে ও টি-২০ বাকি টাইগারদের।
এর মধ্যেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৩-২০২৭ সাল পর্যন্ত ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত করেছে। আগামী ৫ বছরে বাংলাদেশ সাদা পোশাকে ৩৪ টেস্ট, রঙিন পোশাকে ৫৯ ওয়ানডে ও ৫১ টি-২০ ম্যাচ খেলবে। সবমিলিয়ে পাঁচ বছরে ১৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। ওয়েস্ট ইন্ডিজ খেলবে ১৪৬টি। তবে ওয়ানডেতে সবচেয়ে বেশি খেলবে বাংলাদেশ, ৫৯টি। ৫৮ ম্যাচ নিয়ে দুইয়ে শ্রীলঙ্কা। আইসিসির এএফটিপিতে এই প্রথম বিপিএলের জন্য উইন্ডো পেয়েছে। বিসিবি আগামী ৩ বছরের বিপিএলের সূচি ঘোষণা করেছে। প্রতি বছরই বিপিএল অনুষ্ঠিত হবে জানুয়ারি-ফেব্রুয়ারি। একই সময় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, দক্ষিণ আফ্রিকা টি-২০ প্রিমিয়ার লিগ ও সংযুক্ত আরব আমিরাতে লিগ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ প্রথম ওয়ানডে খেলে ১৯৮৬ সালে। এরপর সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত ওয়ানডে খেলেছে ৩৯৭টি। জয় ১৪৩টি। আইসিসির নতুন এফটিপিতে শুধুমাত্র বাংলাদেশ ও শ্রীলঙ্কা ৫০টি বেশি করে ওয়ানডে খেলবে। বাকি সব দেশ ৫০’র নিচে ম্যাচ খেলবে। টেস্ট খেলবে ৩৪টি।
গত এফটিপিতে বাংলাদেশের টেস্ট ম্যাচ সংখ্যা ৩০টি। এখন পর্যন্ত টেস্ট খেলেছে ২৮টি। নভেম্বর-ডিসেম্বরে ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলবে দুটি টেস্ট। আগামী এফটিপিতে বাংলাদেশ থেকে বেশি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ৪২, ইংল্যান্ড ৪১ ও ভারত ৩৮টি। আগামী এফটিপিতে বাংলাদেশ সফর করবে ভারত, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে খেলবে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে।