বাঙলা প্রতিদিন নিউজ : মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৪-এ সাউথইস্ট ব্যাংক পিএলসি. ৩টি ক্যাটাগরি- ১. অনলাইন আক–্যয়ারিং বিজনেস, ২. ক্রেডিট বিজনেস (ডমেস্টিক) এবং ৩. বিজনেস ইনোভেশন বিভাগে শ্রেষ্ঠত্বের জন্য সম্মানজনক পুরস্কার অর্জন করেছে।
সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর এর হাত থেকে এই পুরস্কারগুলো গ্রহণ করেন।
অনুষ্ঠানে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। শীর্ষস্থানীয় ব্যাংক, ফিনটেক কোম্পানি, মার্চেন্ট এবং বিভিন্ন শিল্পখাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। মো. আবদুস সবুর খান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, কাজী সাইফুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট, মোঃ ফখরুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মোঃ আবিদুর রহমান, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, মোঃ নাদির হোসেন, এক্সিকিউটিভ অফিসার, সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাউথইস্ট ব্যাংক গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণের ল্েয “মাস্টারকার্ড” এবং “ভিসা” এর বিভিন্ন পণ্যসমূহ অফার করে থাকে। এছাড়াও রয়েছে শরীয়াহ-সম্মত “তিজারাহ ইসলামী ক্রেডিট কার্ড”, স্বাস্থ্যসেবা অর্থায়নের জন্য “ইন্সটাশিউর হেলথকেয়ার কার্ড”, কর্পোরেট বেতন ও সুবিধা প্রদানের জন্য “বেতন কার্ড” এবং গাড়ির রণাবেণের জন্য মাস্টারকার্ড যান্ত্রিক-এর সাথে অংশীদারিত্বে “প্রিপেইড কার্ড”। এসব উদ্ভাবনী পণ্য ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি এবং বাংলাদেশের বাজারের পরিবর্তনশীল চাহিদা মেটানোর প্রতিফলন।
মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৪ প্রাপ্তি ব্যাংকের পণ্য উদ্ভাবন, গ্রাহক সেবা এবং আর্থিক অন্তর্ভুক্তির েেত্র শ্রেষ্ঠত্ব নির্দেশ করে যা সাউথইস্ট ব্যাংক-কে তাদের গ্রাহকদের জন্য সেবার উৎকর্ষতা এবং উদ্ভাবনী ব্যাংকিং সমাধানে আরও অনুপ্রাণিত করেছে।