বাহিরের দেশ ডেস্ক: তিন তলার ছাদ থেকে চার মাসের শিশুকে ছুড়ে ফেলে দিল বানর। এতে শিশুটি মারা গেছে। এ ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বেরেলি বেরেলির একটি গ্রামীণ এলাকায়।
রবিবার এক কর্মকর্তা এ খবর নিশ্চিত করেন। খবর এনডিটিভির।
বরেলির প্রধান বন সংরক্ষক ললিত ভার্মা বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করতে বন বিভাগের একটি দল পাঠানো হয়েছে।
খবরে বলা হয়েছে, বেরেলির ডানকা গ্রামের বাসিন্দা নির্দেশ উপাধ্যায় (২৫) বলেছেন, শুক্রবার সন্ধ্যায় তিনি ও তার স্ত্রী তাদের চার মাসের ছেলেকে নিয়ে তিনতলা বাড়ির বারান্দায় হাঁটছিলেন। হঠাৎ ছাদে এক ঝাঁক বানর এসে পড়ে। দম্পতি বানরদের তাড়ানোর চেষ্টা করেন। কিন্তু বানরগুলো নির্দেশ উপাধ্যায়কে ঘিরে ফেলে। তিনি সিঁড়ির দিকে দৌড়ানোর চেষ্টা করলে শিশুটি তার হাত থেকে পড়ে যায়। তিনি শিশুটিকে ধরে রাখার আগেই একটি বানর শিশুটিকে ধরে ছাদ থেকে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।