নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ঘোষিত অভিযানে বায়ুদূষণের দায়ে আজ ১১ টি যানবাহনকে ১৮ হাজার টাকা ও ৫ টি ইটভাটা হতে ৫ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ মোহছিনা আকতার বানু এর নেতৃত্বে ঢাকার মানিক মিয়া এভিনিউ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে যানবাহনের কালো ধোঁয়া দ্বারা বায়ুদূষণের জন্য ১১ টি গাড়ি হতে মোট ১৮ হাজার টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংএর নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনুর নেতৃত্বে বরিশালের বানারীপাড়ায় অবৈধ ৫ টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি ইটভাটা ভেঙ্গে ফেলা হয় ও ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। বায়ুদূষণ বিরোধী দেশব্যাপী এ অভিযান অব্যাহত থাকবে।