নিজস্ব প্রতিবেদক :যানজট কমিয়ে আনতে গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্টের (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট) সাতটি ফ্লাইওভারের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (২৪ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ভিডিও কানফারেন্সের মাধ্যমে তিনি ফ্লাইওভারগুলোর উদ্বোধন করেন। তিনি বলেন, ঈদে ঘরমুখী যাত্রীদের জন্য এই সাতটি ফ্লাইওভার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার।
কাদের বলেন, এই সাতটি ফ্লাইওভার দিয়ে যান চলাচল করতে পারবে। ঈদে ঘরমুখী যাত্রীদের জন্য এই সাতটি ফ্লাইওভার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার। এ প্রকল্প নির্মাণে বিলম্ব হয়েছে। যথাসময়ে শেষ করা সম্ভব হয়নি। এটি বাস্তবায়নে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। তারপরও দেরিতে হলেও কাজটি শেষ হওয়ার পথে।
গাজীপুর-এয়ারপোর্টের যে ৭টি ফ্লাইওভার খুলে দেওয়া হল :;গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রোজেক্ট বিআরটি, গাজীপুর-এয়ারপোর্টের 7টি ফ্লাইওভার ভার্চুয়ালি উন্মুক্তকরণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রকল্প ব্যয় হয়েছে ৪ হাজার দুইশত ৬৮ কোটি ৩২ লাখ টাকা ।
যে সাতটি ফ্লাইওভার যানচলাচলের জন্য মুক্ত করে দেয়া হলো সেগুলো হচ্ছে; এরমধ্যে রয়েছে ৩২৩ মিটার এয়ারপোর্ট ফ্লাইওভার (বাম পাশ), ৩২৩ মিটার এয়ারপোর্ট ফ্লাইওভার (ডান পাশ) ১৮০ মিটার জসিম উদ্দিন ফ্লাইওভার, ১৬৫ মিটার ইউ-টান-১ গাজীপুরা ফ্লাইওভা, ১৬৫ মিটার ইউ-টার্ন-২ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ফ্লাইওভার, ২৪০ মিটার ভোগড়া ফ্লাইওভার এবং গাজীপুরের চৌরাস্তায় ৫৬৮ মিটার ফ্লাইওভার ।
এ সময় সেতু মন্ত্রী জানান, প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৯১ ভাগ। তিনি আরো বলেন, এ বছরের ডিসেম্বর মধ্যে অবশিষ্ট কাজ শেষ হবে এবং বিআরটি করিডোরে বাস চলাচল করবে।