নিজস্ব প্রতিবেদক: ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরের সংবাদমাধ্যম নিয়ে কটূক্তি ও হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন সংবাদকর্মীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে নুরের বক্তব্য দ্রুত প্রত্যাহার ও বিচারের দাবিতে সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক নেতারা বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। সমাজের সকল চিত্র দেখায় গণমাধ্যম। সমাজকে সঠিক খাতে প্রবাহিত করতে গণমাধ্যমের ভূমিকা রয়েছে।
সংবাদর্মীরা নানাভাবে তথ্য সংগ্রহ করে তা দেশের মানুষের জন্য প্রচার করে। অথচ ডাকসুর সাবেক ভিপি নুরের বিরুদ্ধে সংবাদ প্রচার করায় তিনি একটি টেলিভিশনের বিরুদ্ধে কটূক্তি ও হুমকি দিয়েছেন। আমরা তীব্রভাবে এর প্রতিবাদ ও নিন্দা জানাই।
সংবাদ মাধ্যমকে নিয়ে নুরের দেয়া বক্তব্য অতিদ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে নেতারা বলেন, নুরের বিরুদ্ধে নারী নির্যাতন ও আইসিটি মামলা হলেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। এ কারণে তিনি বর্তমানে গণমাধ্যমকে নিয়ে নানা ধরনের খারাপ মন্তব্য করার সাহস পাচ্ছেন। তার এমন মন্তব্য করার পেছনে কোনো মহল কাজ করছে কি-না সেটি খতিয়ে দেখার দাবি জানানো হয়।
নেতারা বলেন, নূরের এমন আচরণের কারণে সংবাদকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এজন্য তাকে ক্ষমা চাইতে হবে। বিচারের আওতায় আনতে হবে। নতুবা সকল গণমাধ্যম এক হয়ে তার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে।
তারা বলেন, একাত্তর টিভির যে সাংবাদিক তাকে টকশোতে আমন্ত্রণ জানাতে যোগাযোগ করেছিলেন তার ফোন নম্বর ফেসবুকে ছড়িয়ে দিয়ে নুর গর্হিত অপরাধ করেছেন।
প্রতিক্রিয়াশীল একটি চক্র এখন সেই নম্বরে ক্রমাগত কল করে অশ্লীল বক্তব্য ও হুমকি দিয়ে যাচ্ছে। নুরের এই তৎপরতা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক খায়রুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, ডিইউজের সহ-সভাপতি এম এ কুদ্দুস, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাবেক যুগ্ম-সম্পাদক আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক আছাদুজ্জামান,
বিএফইউজের কোষাধ্যক্ষ দীপ আজাদ, জয় বাংলা সাংবাদিক মঞ্চের সাধারণ সম্পাদক জাহাঙ্গির খান বাবু, নারী সাংবাদিক নেত্রী নাসিমা সোমা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলী শুভ, ডিএসইসির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শাহজাহান সাজু, সমীরণ রায় প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন: ডিইউজের নির্বাহী কমিটির সদস্য রাজু হামিদ, এম জহিরুল ইসলাম, ইউসুফ বাচ্চু, সোহেল রানা, আহসান কামরুল, মানিক লাল ঘোষ, মোশাররফ হোসেন, রওশন ঝুনু , অনিমেশ সরকার, রফিকুল ইসলাম কচি, শাহজাহান সাজু, আবদুর রাজ্জাক, হেমায়েত হোসেন, শেখ সোহেল, আবদুল মজিদ, সৈয়দা রিমি কবিতাসহ শতাধিক গণমাধ্যমকর্মী।
এরআগে গতকাল বুধবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ডিইউজে’র সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এক বিবৃতিতে ধর্ষণ কান্ডের সহযোগী হিসেবে অভিযুক্ত ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের একাত্তর টেলিভিশন বয়কটের ডাক দেওয়ায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ছেন।
বিবৃতিতে ডিইউজে’র দুই নেতা বলেছিলেন, কোনও টেলিভিশনের টকশো-র আমন্ত্রণ তিনি প্রত্যাখ্যান করতে পারেন। কিন্তু সেই টেলিভিশনকে বয়কট করার জন্য সামাজিক মাধ্যমে নুর যেভাবে নোংরা তৎপরতা চালিয়েছেন তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। একাত্তর টিভির ফোন নম্বর ফেসবুকে শেয়ার করে তিনি গর্হিত অপরাধ করেছেন। সেই নম্বরে প্রতিক্রিয়াশীল মৌলবাদী চক্র ক্রমাগত ভাবে অশ্লীল বক্তব্য ও হুমকি দিয়ে যাচ্ছে। নুর এ ঘটনায় স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি হিসেবে চিহ্নিত হচ্ছেন।