বাহিরের দেশ ডেস্ক: বলিউডের প্রবীণ অভিনেত্রী আশা পারেখ ৭৯ বছর বয়সে এসেও থেমে নেই, সম্প্রতি একটি ম্যাগাজিনের কভার পেইজের মডেল হয়েছেন তিনি। যেখানে কাঁধ পর্যন্ত খোলা চুল, স্বল্প মেকআপে যেন চিরসবুজ লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
তবে আশা পারেখ অভিনয় ক্যারিয়ারে সফল হলেও ব্যক্তিজীবনে একাই রয়ে গেছেন, করেননি বিয়েও। বিয়ে কেন করেননি? সে বিষয় নিয়ে সম্প্রতি এক সাক্ষাতকারে খোলাখুলি কথা বলেছেন তিনি। আশা বলেছেন, তিনি বিয়ে বিষয়টাকে পছন্দ করতেন। তবে অবিবাহিত থাকার জন্য কোন আফসোস নেই তার।
ষাট এবং সত্তরের দশকে একাধিক হিট ছবিতে অভিনয় করা এই অভিনেত্রী আরও বলেছেন, আমার মনে হয় বিয়ে করাটা আমার ভাগ্যে ছিল না। সত্যি বলতে, আমি বিয়ে করতে এবং সন্তান ধারণ করতে চেয়েছিলাম। কিন্তু এটা হওয়ার কথা ছিল না। তবে আমার এই ব্যাপারে একেবারেই কোনও অনুশোচনা নেই।
উল্লেখ্য, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাফল্যের উচ্চতায় পৌঁছানোর পর অবিবাহিত থেকে যান আশা পারেখ। তার সফল সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘যাব পেয়ার কিসিসে হোতা হ্যায়’, ‘দিল দেকে দেখা’, ‘তিসরি মাঞ্জিল’, ‘লাভ ইন টোকিও’, ‘অ্যায় দিন বাহার কে’ এবং ‘কাটি পাতাং’।