নিজস্ব প্রতিবেদক : ঘন কুয়াশার কারণে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ার আজ রবিবার সকাল ১০টা ৪০ মিনিটে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে শনিবার রাত ৩টা ২০ মিনিট থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরিঘাট গুলোতে ছোট বড় যানবাহন, প্রাইভেট কার, পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাসের চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
এ রুটে চলাচলকারী পণ্যবাহী ট্রাকচালক সেলিম সরদার জানান, ট্রাকভর্তি মালামাল নিয়ে ভোরে ঘাটে এসেছেন তিনি। কুয়াশা কারণে দীর্ঘ পাঁচ ঘণ্টায়ও তিনি ফেরিতে উঠতে পারেননি।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শনিবার রাত ৩টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কমে গেলে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
নৌরুটে আজ ১২টি ছোট বড় ফেরি রয়েছে বলেও জানান তিনি।