যশোর প্রতিনিধি : যশোরের শার্শা নাভারন এলাকা থেকে শনিবার দুপুরে ৫ লক্ষ ইউএস ডলারসহ হদয় মিয়া (২০)ও আশরাফুল (২৮)নামে ২ জন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সেলিম রেজা জানান গত ১৯ ডিসেম্বর ২০২০ তারিখ ১৪৪০ ঘটিকায় যশোর ব্যটালিয়ন (৪৯ বিজিবি)’র বিশেষ টহল দল নাভারন, উলশী পাঁকা রাস্তার উপর হতে ঢাকাগামী একটি টয়োটা (ঢাকা মেট্রো-গ-৩১-৭৮০৯) প্রাইভেটকারসহ চোরাচালানী দলকে আটক করতে সক্ষম হয়। উক্ত প্রাইভেটকারের দরজায় ও গিয়ার বক্সে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৫০ বান্ডিল প্রতিটিতে ১০ হাজার করে মোট ৫,০০,০০০ ইউএস ডলার আটক করা হয়।
যার আনুমানিক সিজারমূল্য ৪ কোটি ৪০ লক্ষ ৫ হাজার তিনশত টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককারীরা স্বীকার করেছে যে, তারা হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারীর সাথে দীর্ঘদিন যাবত জড়িত রয়েছে। আটককৃতরা হচ্ছে হৃদয় মিয়া (২০), পিতা-মোঃ রশিদ বেপারী, গ্রাম-খাগুড়ীয়া, ডাকঘর-বাগানবাড়ী, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর ও আশরাফুল ইসলাম (২৮), পিতা-মোঃ মফিজুল ইসলাম, গ্রাম-তুলাতুলা, ডাকঘর-পাঁচগাছিয়া, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা। অত্র ব্যাটালিয়নের পক্ষ হতে মাদক, চোরাচালান, হুন্ডি ও স্বর্ণ পাচারের বিরুদ্ধে সীমান্তে সার্বক্ষনিক কঠোর নজরদারী রাখাসহ প্রয়োজন অনুযায়ী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃত হুন্ডিসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।