নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে আগামীকাল রোববার সকাল ১১ টায় জাতীয় পার্টি ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ ও নারায়নগঞ্জ মহানগরের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে।জতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জাানানো হয়েছে।
ওই সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করবেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
সাংগঠনিক সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি।