নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক শেখ ওমর ফারুক মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন আশিক ঘোষ অসিত (৪২), কাজী নুরুল ইসলাম (৪৮), শাহ নেওয়াজ শামীম (৪৩), জহিরুল হক (৪০), নুরুল ইসলাম (৫৩) ও মামুন মিয়া (৩৫)।
সিআইডি কর্মকর্তা শেখ ওমর ফারুক জানান, গতকাল সোমবার রাতে উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ২০৯ গ্রাহকের নাম, ২৫০ টাকার জমার রসিদ ও জমা টাকা ফেরত চেয়ে গ্রাহকদের ৪৩টি আবেদনপত্র পেয়েছে সিআইডি।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা উত্তরা পূর্ব থানা এলাকায় এমএলএম ব্যবসার নামে ২৪ মাসে দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে দুই হাজারেরও বেশি মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। পুলিশ জানায়, সেবা আইডিয়াস অ্যান্ড লিভিং লিমিটেডের নামে সিল স্যাটেলাইট সিটির আবাসিক প্লটের বিজ্ঞাপন দিয়ে গ্রাহক সংগ্রহ করত তারা। পরে গ্রাহকদের দুই বছরে অর্থ দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে নগদ টাকা হাতিয়ে নিত চক্রটি। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪২০/৩৪ ধারায় উত্তরা পূর্ব থানায় মামলা করা হয়েছে।