স্পোর্টস ডেস্ক: জিতলেই সেমিফাইনাল, হারলে বাদ। কঠিন সমীকরণ মেলানোর ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে জুতসই সংগ্রহ পেলো না টাইগাররা। ৮ উইকেটে ১২৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।
ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। ৪৮ বলে ৭ বাউন্ডারিতে ৫৪ রান করেন তিনি। সৌম্য সরকারের সংগ্রহ ২০ রান। ২৪ রানে অপরাজিত ছিলেন আফিফ হোসেন। লিটন দাসও (১০) সুবিধা করতে পারেননি। বাকিদের কেউ দুই অঙ্কের কোঠা ছুঁতে পারেননি।
পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৪ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন। দুটি উইকেট পান শাদাব খান। দুর্দান্ত শুরুর পর ১১ থেকে ১৪ এই ৪ ওভারের মধ্যে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নেমেছে। ৩ টাইগার ব্যাটার উইকেট হারিয়েছেন।
সৌম্য-সাকিবের পর সাজঘরে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। ১৪তম ওভারের দ্বিতীয় বলে ইফতেখার আহমেদের বলে বোল্ড হওয়ার আগে ফিফটি হাঁকান টাইগার ওপেনার। ৪৮ বলে ৭ বাউন্ডারিতে ৫৪ রান করেন তিনি।
১১তম ওভারের চতুর্থ বলে শাদাব খানকে রিভার্স সুইপ খেলতে গিয়ে শান মাসুদের তালুবন্দি হন সৌম্য সরকার। ১৭ বলে ১ চার ও ১ ছক্কায় ২০ রানে ফেরেন তিনি। পরের বলেই সাকিব আল হাসানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন শাদাব খান। রিভিউ নিয়েও গোল্ডেন ডাক ঠেকাতে পারেননি টাইগার অধিনায়ক।
১১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৩ রান।
দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৮ বলে ১ ছক্কায় ১০ রান নিয়ে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস। এরপর সৌম্য সরকারকে নিয়ে ইনিংস লম্বা করছেন নাজমুল হোসেন শান্ত। ৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৬ রান। ৩১ বলে ৫ চারে ৩৬* রান শান্তর। আর ৯ বলে ৯* রান নিয়ে লড়ছেন সৌম্য।
দক্ষিণ আফ্রিকা হারায় কপাল খুলে গেছে বাংলাদেশের। সুপার টুয়েলভের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনালে যাবে টাইগাররা। আর টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
৫ ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৫। এক ম্যাচ হাতে রেখে শেষ চারের টিকিট পাওয়া ভারতের পয়েন্ট ৬। বাংলাদেশ ও পাকিস্তানের সমান ৪ পয়েন্ট করে। অর্থাৎ, পাকিস্তানকে হারাতে পারলে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যাবে বাংলাদেশ।
আগের ম্যাচের একাদশে পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন সৌম্য সরকার। সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ ও পেসার ইবাদত হোসেন। আগের ম্যাচের দুই পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের এই ম্যাচে সুযোগ হয়নি।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন।
পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), শান মাসুদ, মোহাম্মদ হারিস, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাঈম শাহ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।