সংবাদদাতা, হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে মাহমুদ মিয়া (৪০) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে দুপুর ২টার দিকে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
মাহমুদ মিয়া বানিয়াচং সদরের চাঁনপাড়া গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে।
জানা গেছে, মাহমুদ বাড়িতে স্ত্রী ও শিশু সন্তান রেখে কুমিল্লায় রাজমিস্ত্রির কাজ করতেন। বুধবার কুমিল্লা থেকে পাহাড়িকা ট্রেনে বাড়ি আসার জন্য রওয়ানা হন এবং বাচ্চাদের জন্য নতুন কাপড় নিয়ে আসেন। ট্রেনটি শায়েস্তাগঞ্জ স্টেশনে থামলে তিনি নামতে গিয়ে হোঁচট খেয়ে ট্রেনের নিচে পড়ে যান। পরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ বাদশা মিয়াসহ উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে লাশ মর্গে পাঠিয়েছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ বাদশা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।