সংবাদদাতা, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বালুভর্তি ট্রাকের পেছনে দ্রুতগতির মাছবোঝাই অপর একটি ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন।
সোমবার (৬ মার্চ) ভোরে উপজেলার খুলনা-ঢাকা মহাসড়কের চেয়ারম্যান বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান জানান, ফকিরহাটের কাকডাঙ্গা এলাকায় একটি বালু বোঝাই ট্রাক রাস্তার ওপর দাঁড়িয়ে মেরামত করছিল। এ সময় পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন।
তিনি আরও জানান, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা ট্রাক শ্রমিক বলে জানা গেছে।