গাইবান্ধা প্রতিনিধি : ঐতিহাসিক ৭ মার্চ উৎযাপন উপলক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ আওয়ামীলীগ, গাইবান্ধা জেলা শাখা, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গণউন্নয়ন কেন্দ্রসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এর পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পন করেন।
জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক মো. অলিউর রহমান, পুলিশ সুপার কামাল হোসেন, জেলা আওয়ামীলূগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বককর সিদ্দিক উপস্থিত থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগ, গোবিন্দগঞ্জ উপজেলা শাখা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয় ।
আপর দিকে ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষন দিবস উদযাপন ২০২৩ উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে ভার্চুয়ালী প্রধানঅতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদুর সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম বির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু,যুগ্ম সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান মন্ডলসহ অন্যরা।