নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম কর্তৃক আয়োজিত ১৯৭১ সালের উত্তাল মার্চ উপলক্ষ্যে ‘স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত সোপান: বঙ্গবন্ধুর নেতৃত্বে অনন্যতা’ শীর্ষক আলোচনা সভা আজ রবিবার (১২ মার্চ) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাউবি’র উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল ও রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাউবি’র শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম ও সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের সহযোগী অধ্যাপক ড. চাঁদ সুলতানা কাওছার এবং স্কুল অব এডুকেশন এর সহকারী অধ্যাপক আ. ন. ম তোফায়েল হোসেন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউবি’র বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম এর সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম এর সাধারণ সম্পাদক মেহেরীন মুনজারীন রতœার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ।
এছাড়াও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বাউবি’র আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীগণ।