কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) রক্তদাতা সংগঠন ‘বন্ধু’ কুবির উদ্যােগে দুই দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও হেপাটাইটিস বি সচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টায় কেন্দ্রীয় ব্যাডমিন্টন মাঠে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
”যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাচঁবে জীবন বাচঁবে প্রাণ” প্রতিপাদ্যকে নিয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, হেপাটাইটিস বি ভ্যাক্সিন ছাড়াও জরায়ুমুখে ক্যান্সার ভ্যাক্সিন সচেনতা করবে বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ড. আবদুল মঈন বলেন, হেপাটাইটিস বি খুবই মারাত্মক একটি ভাইরাস, সুতরাং পরীক্ষা করার পরে যদি পজিটিভ আসে তবে সাথে সাথেই তোমরা ভ্যাকসিন দিয়ে দিবে। জরায়ু মুখের ক্যান্সার মরণব্যাধি। এগুলো সম্পর্কে সচেতন হতে হবে। রোগ হওয়ার কারণ জানতে হবে। এই ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন খুবই গুরুত্বপূর্ণ সচেতনতায়।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মো. হাবিবুর রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মডারেটর সাইদুল আল আমিন, ‘বন্ধু’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবদুল্লাহিল মারুফসহ সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সদস্য, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
৭ম বিনামূল্যে রক্ত পরীক্ষা ক্যাম্পেইন সম্পর্কে সংগঠনের সভাপতি আবদুল্লাহিল মারুফ বলেন, শুরু থেকে প্রতিবছরই আমরা সমাজসেবামূলক বিভিন্ন কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে প্রতিবছর ফ্রি রক্ত পরীক্ষা ও হেপাটাইটিস বি এর ভ্যাকসিন সচেতনায় কাজ করে যাচ্ছি। তবে এবার জরায়ু মুখের ক্যান্সার সম্পর্কে সচেতনতা মূলক ক্যাম্পেইন এর আয়োজন করেছি। যার মধ্যে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা নিজেদের সচেতন করতে পারবে।