কয়রা (খুলনা )প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খুলনা জেলার সভাপতি মো. তৈয়েবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান রনুর নির্দেশনায় কয়রা উপজেলা আহবায়ক নুরুল ইসলাম খোকা ও সদস্য সচিব ডি এম হেলাল উদ্দীনের স্বাক্ষরিত উপজেলার সাত ইউনিয়নের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
উপজেলার আমাদি ইউনিয়নের আহবায়ক লাভলু গাজী ও সদস্য সচিব দেলোয়ার মোড়ল এর নেতৃত্বে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।বাগালী ইউনিয়নের আহবায়ক মো. ইকবাল হোসেন ও সদস্য সচিব মো.ফেরদাউস ইসলাম এর নেতৃত্বে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
মহেশ্বরীপুর ইউনিয়নের আহবায়ক মো. মহাসিন আলম ও সদস্য সচিব আ. জলিল এর নেতৃত্বে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মহারাজপুর ইউনিয়নের আহবায়ক ইয়াছিন আলী ও সদস্য সচিব শহিদুল ইসলাম মালী এর নেতৃত্বে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কয়রা সদর ইউনিয়নের আহবায়ক মাসুম বিল্লাহ ও সদস্য সচিব আনিছুর রহমান এর নেতৃত্বে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।উত্তর বেদকাশী ইউনিয়নের আহবায়ক রুস্তম আলী গাজী ও সদস্য সচিব আনিছুজ্জামান এর নেতৃত্বে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আহবায়ক জহিরুল ইসলাম মিঠু ও সদস্য সচিব মাসুদুর রহমান এর নেতৃত্বে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডি এম হেলাল উদ্দীন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কয়রা উপজেলা শাখার ৭ ইউনিয়নের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ইউনিয়নগুলোর ওয়ার্ড কমিটি সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত স্বেচ্ছাসেবক দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আগামীর আন্দোলন-সংগ্রামের রাজপথে থাকতে হবে।
খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৈয়েবুর রহমান ও সাধারণ সম্পাদক আতাউর রহমান রনুর :নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য দিকনির্দেশনা দেওয়া হয়েছে।