মহেশপুর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে ডায়গনস্টিক সেন্টারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে মহেশপুর চৌগাছা বাসস্ট্যান্ডে আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মোঃ ইউনুস সিদ্দিকী। বক্তব্য রাখেন সানওয়ে ডায়গনস্টিক সেন্টারের কর্ণধর মোঃ আলমগীর কবির জুলহাস, পরিচালক মোঃসাইফুর রহমান, উপ পরিচালক মোঃ হাসান আলী প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মহেশপুর মডেল মসজিদের ইমাম সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংবাদিক এনামুল হক দুল, বাবর আলী বাবু,সাইফুল ইসলাম, শামীম খান প্রমুখ।