নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৯৬০ (নয়শত ষাট) ক্যান বিয়ার সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
নারায়নগঞ্জের জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৬০ (নয়শত ষাট) ক্যান বিয়ারসহ রবিন হোসাইন (২৮), পিতা-মৃত হাসান আলী, সাং-শিমরাইল মধ্যপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ ও আরমান খান (২৫), পিতা-মোঃ নুরুন্নবী, সাং-শিমরাইল মধ্যপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ’দের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।