নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের বিএ/বিএসএস পরীক্ষার ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল আজ সোমবার (১০ এপ্রিল) প্রকাশিত হয়েছে।
পাসের হার শতকরা ৭০.১৯। উক্ত পরীক্ষায় ৬টি সেমিস্টারে মোট শিক্ষার্থী সংখ্যা ৩,৪৯,৭৮৯ জন এবং পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা ২,৬০,৬৫৩ জন । চুড়ান্ত পরীক্ষায় ৪৫,২৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩১,৭৬৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
শিক্ষার্থীদের মধ্যে ১জন A- , ১৭৩ জন B+, ২,৬৭৭ জন B, ৯,৪৮১ জন B-, ১১,৭৭৯ জন C+, ৬,৬২৭ জন C এবং ১,০৩১ জন C- গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭,৯৫০ জন ছাত্র এবং ১৩,৮১৯ জন ছাত্রী ।
চুড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল esult.bou.ac.bd I Semester/Detail Result- exam.bou.ac.bd এবং বাউবি’র সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে পাওয়া যাবে।