নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: আগামী ২০শে এপ্রিল বৃহস্পতিবার থেকে দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করতে পারবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ওবায়দুল কাদের বলেছেন, একনেকের বৈঠকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতির সিদ্ধান্ত হয়েছে। তবে মূল পদ্মা সেতু নয়, সেতুর সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল চলাচল করতে পারবে। চলাচলের সময় গতি থাকবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার। নিয়ম ভাঙলে ফের বন্ধ হতে পারে এ সুযোগ।