বিনোদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘জওয়ান’ নাকি অমিতাভ বচ্চন ও কমল হাসানের দুই সিনেমা থেকে অনুপ্রাণিত। এ নিয়ে বিভিন্ন প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানানো হয়।
সেই প্রতিবেদনে বলা হয়, ‘জওয়ান’, দুটি ভারতীয় সিনেমা থেকে অনুপ্রাণিত। এর মধ্যে একটা কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সুপারহিট সিনেমা ‘আখেরি রাস্তা’ থেকে অনুপ্রাণিত। এটি মুক্তি পেয়েছিল ১৯৮৬ সালে।
আবার সেই সিনেমাটি ছিল দিক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা কমল হাসানের ‘ওরু কেইদিয়িন ডায়েরি’-র রূপান্তর। এই দুটি সিনেমাতেই বাবা ও ছেলের দ্বৈত ভূমিকায় দেখা গেছে এ দুই অভিনেতাকে। আর সেখানে ছিল প্রতিশোধ মূলক প্লট। শাহরুখকেও দ্বৈত ভূমিকায় দেখা যাবে বলে খবর।
শাহরুখ ছাড়াও ‘জওয়ান’-এ অভিনয় করছেন দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা, বিজয় সেতুপতি এবং সানিয়া মালহোত্রা। এছাড়াও খবর অনুযায়ী, এই সিনেমায় একটি বিশেষ চরিত্রে নাকি আল্লু অর্জুনকেও দেখা যাবে।
এদিকে শোনা যাচ্ছে ‘জওয়ান’ এর পরিচালক অ্যাটলি নাকি অমিতাভ বচ্চনের কাছ থেকে স্পেশাল টিপস নেয়ার জন্য তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এমনকি কমল হাসানের কাছেও নাকি গিয়েছিলেন এই পরিচালক।
এদিকে চলতি বছরের জুন ‘জওয়ান’ মুক্তি পাওয়া কথা।