নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ঘূর্ণিঝড়ের দিনও সারাদেশে তেমন একটা বৃষ্টিপাতের দেখা নেই। এর কারণ হিসেবে রোববার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানান, এবার বৃষ্টিটা হচ্ছে না, কারণ সাইক্লোনের শরীরটা আমাদের উপকূল থেকে বেশ দূরে। এটা যেহেতু মিয়ানমারের দিকে অগ্রসর হচ্ছে, সেই কারণে সমস্ত শক্তি সাইক্লোন সেন্টারের দিকে পুঞ্জীভূত হচ্ছে, সেই কারণে দেশে বৃষ্টিপাত কমে গেছে। সাইক্লোনের ফুল বডিটা উঠে যাবে তারপরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। সিলেট, ঢাকা ময়মনসিংহ ও চট্টগ্রাম এই চার বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কাল থেকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগে বেড়ে যাবে। চট্টগ্রাম অঞ্চলেও বৃষ্টিপাত বেড়ে যাবে।
রোববার আবহাওয়া অফিস জানায়, ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৫ মিমি বৃষ্টিপাত হবে। যার মধ্যে চট্টগ্রাম বিভাগে ৮৩ মিমি বৃষ্টিপাত হবে। খুলনা ও বরিশাল বিভাগে ২ মিমি বৃষ্টিপাত হবে। সর্বোচ্চ বৃষ্টিপাত হবে টেকনাফে ২২ মিমি।
আবহাওয়া অধিদপ্তরের বলেন, বিকাল ৩টা পর্যন্ত সেন্টমার্টিন, টেকনাফে বাতাসের গতিবেগ আরও বাড়তে থাকবে।