নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: প্রধানমন্ত্রীর নেতৃত্বে সফলভাবে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলা করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের সময় সেন্টমার্টিনে ১৪৭ কিলোমিটার গতি ছিল। এতে অনেক গাছপালা পড়ে গেছে। ভেঙে গেছে দুই হাজারের বেশি ঘরবাড়ি।
আজ সোমবার দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডা. এনামুর রহমান বলেন, আশ্রয়কেন্দ্রে থাকা মানুষ তাদের ঘরে ফিরে গেছে। ক্ষতির পরিমাণ মাঠপর্যায়ে তালিকা করা হচ্ছে। চাহিদার হিসাব শেষে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ক্ষতিপূরণ পাঠানো হবে। অন্যান্য মন্ত্রণালয় থেকেও সাহায্য পাঠানো হবে। সড়ক, বিদ্যুৎ, স্থানীয় সরকার আলাদাভাবে তাদের কাজ করবে।
তিনি বলেন, রাস্তায় গাছপালার প্রতিবন্ধকতা ইতোমধ্যে সরানো হয়েছে। যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে।