এস এম মনিরুল ইসলাম, সাভার : সাভারে কিস্তির টাকা তুলতে গিয়ে প্রাণ হারালেন বেসরকারি সংস্থা (এনজিও) ব্র্যাকের এক মাঠ কর্মী। তার নাম মো. রেজাউল করিম (৫০)। এ ঘটনায় শাহিন আলী (২২) নামের এক পোশাক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহিল কাফী। সংবাদ সম্মেলনের পর গ্রেপ্তার আসামিকে থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। নিহত রেজাউল করিম পাবনার ভাঙ্গুরা থানার চৌবাড়িয়া এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। তিনি ব্র্যাকে তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী বটতলা এলাকায় মাঠকর্মী হিসেবে কাজ করতেন। এ ঘটনায় গ্রেপ্তার শাহিন আলী রাজশাহীর বাসিন্দা। তিনি একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা যায়। এর আগে বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয় সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া ভাওয়ালীপাড়া এলাকা থেকে রেজাউল করিমের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী বলেন, গতকাল বুধবার বিকেলে ভাওয়ালীপাড়া আসাদুজ্জামানের বাসার নিচতলার এক ভাড়াটিয়া শাহিন আলীর কাছে কিস্তির টাকা সংগ্রহে যান। এর আগে ১৩ জুন কিস্তির টাকা চাইতে গেলে পরে দিবে বলে জানায়। ১৪ জুন আনুমানিক দুপুর ১২ টার দিকে মাঠকর্মী রেজাউল করিম তার ভাড়া বাসায় টাকা চাইতে গেলে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রেজাউল করিমকে আসামি শাহিন তার তলমেপেঠে লাথি মারে। এতে ক্ষিপ্ত হয়ে রেজাউল করিম শাহিনের গলা ও পিঠে নখ দিয়ে খামচি দেয় এবং চোখে মুখে ঘুষি মারে। তখন আসামী মাঠকর্মী রেজাউলকে পুনরায় তলপেটে লাথি মারলে ডিসিস্ট রেজাউল করিম সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। তিনি মারা গেলে শাহিন লাশ বাসা থেকে বের করে সামনের সিঁড়ির নিচে রেখে দেন। তা ছাড়া রেজাউলের পকেটে থাকা ৫০ হাজার টাকাও হাতিয়ে নেন শাহিন। সেই টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে ঘটনার কথা স্বীকার করেছেন শাহিন আলী। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ ঘটনায় নিহতের ছেলে কাউসার আহমেদ বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।