নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহায় জাতীয় ঈদগাহ মাঠ ব্যবস্থাপনা ছাড়াও কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
আগামী ২৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত তাদের কেউ ছুটি নিতে পারবেন না। এ নিয়ে ইতোমধ্যেই ডিএসসিসি সচিব আকরামুজ্জান স্বাক্ষরিত একটি দাফতরিক আদেশ জারি করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, ঈদুল আজহা উদযাপন উপলক্ষে ঈদ জামাত অনুষ্ঠান, কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা এবং ইদুল আজহাসহ তিন দিন কোরবানি করা পশুর বর্জ্য ব্যবস্থাপনার স্বার্থে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিবহন বিভাগ ও যান্ত্রিক সার্কেলের সব কর্মকর্তা-কর্মচারী, অন্যান্য বিভাগীয় যেসব কর্মকর্তা/কর্মচারী/মাস্টাররোল শ্রমিক এবং ওয়ার্ড সচিব এই সময়ে বর্জ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কাজে দায়িত্বপ্রাপ্ত হবেন, তাদের ছুটি বাতিল করা হলো।
তবে বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্ট/দায়িত্বপ্রাপ্ত নন এমন কর্মকর্তা/কর্মচারীরা নিয়ন্ত্রণকারী কর্মকর্তার লিখিত অনুমোদনক্রমে এই সময়ে ছুটি গ্রহণ ও কর্মস্থল ত্যাগ করতে পারবেন বলেও আদেশে উল্লেখ রয়েছে।