কুড়িগ্রাম প্রতিনিধি : উজানের ঢল ও অব্যাহত বৃষ্টির কারণে কুড়িগ্রামের সবকটি নদনদীর পানি কোথাও কমছে আবার কোথাও বাড়তে শুরু করেছে।
তবে গত ১২ ঘন্টায় দুধকুমার ১৬ সেমি ও ধরলা নদীর পানি তালুক শিমুলবাড়ি পয়েন্টে ১২ সেমি কমলেও ধরলা ব্রিজ পয়েন্টে ২২ সেমি বৃদ্ধি পেয়েছে।
ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া ও চিলমারী পয়েন্টে স্থিতি শীল থাকলেও সহ তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ১৬ সেমি কমে বেড়ে বিপদসীমার ৭৫ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছ। এরপরও নতুন করে বন্যা আশংকা করছেন নদী তীরবর্তী মানুষজন।
রবিবার সকালে স্থানীয় পাউবো জানায়, গত ২৪ঘন্টায় সবগুলো কয়েকটি নদীর পানি বেড়েছে। তবে এখনই বন্যা পরিস্থিতি সৃষ্টির আশংকা নেই।
এদিকে, নদনদীর পানি বাড়ার সাথে সাথে নদনদী অববাহিকার অনেক মানুষ ফের পানিবন্দীর আশংকায় চিন্তিত হয়ে পড়েছেন। বন্যার আশংকা করছেন এসব মানুষ। ধরলা নদী তীরবর্তী পাঁচগাছি এলাকার পটল চাষি জাহিদুল আলম জানান, কয়দিন আগে নদীর পানি বেড়ে পটল ক্ষেত তলিয়ে গেছে।
পানি কমতে থাকলেও গতকাল থেকে আবার পানি বাড়তে শুরু করায় মহা দুশ্চিন্তায় পড়ে গেছি।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৗশলী মো:আব্দুল্লাহ আল মামুন জানান, উজানের পানির ঢলে কুড়িগ্রামে নদনদীর পানি বাড়লেও এখন বন্যা পরিস্থিতি তৈরির কোন শংকা নেই।