নাটোর প্রতিনিধি : নাটোর জেলার লালপুর, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার শনিবার রাতে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ সুপার সাইফুর রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- লালপুরের কদিমচিলান এলাকার ইমদাদুল হক, বড়াইগ্রামের মানিকপুর পশ্চিমপাড়ার শাহ আলম, রুবেল, আরিফ, টুনিপাড়ার মিঠুন, গোপালপুর মধ্যপাড়ার সোহাগ, সুজন, দায়িরপাড়ার রেজাউল ও চক দীঘরী গ্রামের রসুল।
রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ২৭ জুন রাত ১১টার দিকে পাঁচজন ব্যবসায়ী ঢাকার আফতাবনগর হাটে ১৫টি গরু বিক্রি করে বগুড়ার উদ্দেশে রওনা দেন। তারা ট্রাকে করে ফিরছিলেন। ট্রাক চলার একপর্যায়ে যাত্রী বেশে থাকা ডাকাতদল পাঁচজনকে মারধর করে দড়ি দিয়ে বেঁধে ফেলে।
পরে তাদের কাছে থাকা ১৪ লাখ ১২ হাজার ৮০০ টাকাসহ তাদের চারটি মোবাইল লুট করে। এ সময় তাদের মারধরে শহিদুল ইসলাম নামে এক গরু ব্যবসায়ী মারা যায়। গুরুতর আহত হয় অপর চারজন।
পরে ডাকাতদল মৃতদেহ ও আহতদের সুবিধাজনক স্থানে ফেলতে না পেরে ট্রাক নিয়ে সারারাত ও পরদিন ২৮ জুন সারাদিন ঘুরতে থাকে। একপর্যায়ে রাতে সিরাজগঞ্জের হান্ডিয়াল এলাকায় আব্দুস সালাম নামে একজন আহতকে চলন্ত ট্রাক থেকে ফেলে দেয় ডাকাতরা।
পরবর্তী সময়ে ট্রাকটি নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ এলাকায় থামিয়ে মৃতদেহসহ অপর তিনজনকে ট্রাক থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় ডাকাতদল। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটিসহ আহতদের চারজনকে উদ্ধার করে।
ঘটনায় মামলার পর পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করে।
এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক এবং নগদ প্রায় পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়। ঘটনায় আরও কেউ জড়িত আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।