# ঢাকায় ২ দিন বৃষ্টি কমবে, বাড়বে উত্তরে
নিজস্ব প্রতিবেদক : কালো মেঘ জমে বৃষ্টি শুরু হলে যেন থামার নাম নেই। ঈদুল আজহার আগের রাত থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এমন টানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন ভারী বৃষ্টি টানা আরও ১ সপ্তাহ চলতে পারে। আজ ঢাকায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রোববার সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘রোববার এবং সোমবার ঢাকায় তুলনামূলক কম বৃষ্টি হবে। ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
‘এই সময় দেশের উত্তরাঞ্চলে তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এছাড়া আগামী ১ সপ্তাহ বিরতি দিয়ে প্রতিদিনই রাজধানীর কোথাও না কোথাও বৃষ্টি হতে পারে,’ বলেন তিনি। নাজমুল হক আরও বলেন, ‘আমরা মনে করছি, আগামী ৭২ ঘণ্টা পরে বৃষ্টিপাত সারা দেশে বিস্তৃত হবে।’
খণ্ডকালীন পূর্বাভাস বলছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এদিন সন্ধ্যায় ৬টা পর্যন্ত এসব এলাকার নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও বলছে, ঝড়ো হাওয়ার সঙ্গে এসব এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা পার্থ প্রতীম বড়ুয়া বলেন, ‘দেশের পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।’
গতকাল সকাল ৯টায় নেত্রকোণা ও সকাল ১১টায় সুনামগঞ্জ এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও আশেপাশের এলাকায় উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টি বাড়তে থাকায় পুরাতন সুরমা, যদুকাটাসহ কিছু নদীতে পানির সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে,’ বলেন তিনি।
পার্থ প্রতীম বড়ুয়া আরও বলেন, ‘উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকার জন্য সতর্কতা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে বন্যার পানি চলে আসতে পারে এবং ধরলা নদীর পানি বৃদ্ধিও অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।তবে স্বল্প মেয়াদি বন্যার আশঙ্কা করছি আমরা, বড় কোনো বন্যা হবে বলে মনে হচ্ছে না, জানান তিনি।
পানি ঢুকছে সুনামগঞ্জ শহরে : টানা কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে ফের বাড়ছে নদ নদীর পানি। এরই মধ্যে সুনামগঞ্জ পৌর এলাকার লঞ্চঘাট, বড়পাড়া, ইব্রাহিমপুর কাজির পয়েন্ট, ষোলঘর এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। ফলে দুর্ভোগে পড়েছেন শহরের বাসিন্দারা।
গত শনিবার সকালে সুরমা নদীর ছাতক পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া, সুনামগঞ্জে পৌর শহরের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গতকাল সকাল ৯টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত সুনামগঞ্জে ৩৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে ঢলের পানি সুরমা, জাদুকাটা ও সীমান্ত নদী দিয়ে এসে নিন্মাঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে।
সুনামগঞ্জ পৌর শহরের কাজির পয়েন্ট এলাকার বাসিন্দা হাফিজুর রহমান বলেন, আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাসার সামনে নদীর পানি চলে এসেছে। ভয়ে আছি, গতবারের মতো পরিস্থিতি হলে এবারও বিপদে পড়বো।
শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা ঝর্ণা বেগম বলেন, গত বন্যায় মানুষের এতো এতো কষ্ট হয়েছে, এখনও আমরা ভুলতে পারিনি। এর মধ্যে আবার পানি চলে আসছে। খুবই আতঙ্কের মধ্যে আছি।
অব্যাহত বর্ষণ আর ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হচ্ছে ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পাউবো।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, আমাদের আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস রয়েছে, সুনামগঞ্জে ও ভারতের চেরাপুঞ্জিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে সুনামগঞ্জের সব নদ নদীর পানি আরও বাড়তে পারে। এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী ২৪ ঘণ্টা মধ্যে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।