বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার মঞ্চে গাইবেন অনুপম রায়, তালপাতার সেপাই, অর্ণব, মেঘদল, হাতিরপুল সেশনস
অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : প্রথমবারের মতো বিকাশ অ্যাপেই লাইভ কনসার্ট দেখার সুযোগ পাবেন বিকাশ গ্রাহকরা। কলকাতার অনুপম রায়, তালপাতার সেপাই আর ঢাকার অর্ণব, মেঘদল এবং হাতিরপুল সেশনস এর কনসার্ট “ম্যাজিক্যাল নাইট” লাইভ দেখা যাবে বিকাশ অ্যাপ এ।
মাত্র ১০ টাকা দিয়ে বিকাশ অ্যাপ থেকেই রেজিস্ট্রেশন করে দেশের যে কোন প্রান্তে বসে সুরের তালে মেতে উঠতে পারবেন সংগীতপ্রেমীরা। ০৬ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় “ম্যাজিকাল নাইট” শীর্ষক এই কনসার্টটি অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে।
যারা নানা ব্যস্ততায় বা দূরত্বের কারণে কনসার্টের টিকিট সংগ্রহ করতে পারেননি, বা আসন স্বল্পতার কারনে টিকিট সংগ্রহ করতে পারেন নি তাদের জন্য লাইভ কনসার্ট দেখার এই সুবর্ণ সুযোগ মিলবে বিকাশ অ্যাপে। কেবল সহজ, দ্রুত ও নিরাপদ ডিজিটাল আর্থিক লেনদেনের সেরা প্ল্যাটফর্মই নয়, গ্রাহকের প্রতিদিনকার লাইফস্টাইলের অংশ হয়ে ওঠা বিকাশ অ্যাপে প্রথমবারের মতো কোনো লাইভ কনসার্ট সম্প্রচারিত হতে যাচ্ছে।
কনসার্টটি সরাসরি দেখার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যাবে বিকাশের ভেরিফায়েড ফেইসবুক পেজ এবং বিকাশ অ্যাপে।