ক্রীড়া প্রতিবেদকঃ আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন ২৯ জুলাই থেকে শুরু হবে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে সেই ক্যাম্পের প্রাথমিক দল ঘোষণা ২২ জুলাইয়ের মধ্যে হবে বলেও জানিয়েছিলেন তিনি, তবে সেটি হয়নি।
আজ বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ঢাকা পোস্টকে জানিয়েছেন, আগামী ২৯ জুলাই এশিয়া কাপের প্রাথমিক দল দেওয়ার বিষয়ে বিস্তারিত জানানো হবে। গুঞ্জন রয়েছে, প্রাথমিক দলে থাকতে পারেন ২০ জন ক্রিকেটার।
সিদ্ধান্ত বদলের ব্যাখ্যায় জালাল বলছিলেন, ‘আমরা এখন আর প্রাথমিক কোনো দল দিচ্ছি না।
এমনিতে ২৯ জুলাই থেকে কার্যক্রম যথারীতি শুরু হয়ে যাচ্ছে। এখানে ৩০ জনের মতো ক্রিকেটারই থাকবে। শুরুতে সবারই নানা ধরনের মেডিক্যাল ও ফিটনেস টেস্ট হবে। সেসব শেষ হলে আগস্টের ৫-৬ তারিখে আমরা এশিয়া কাপের জন্য ২০ জনের একটি দল দেব।
বলা বাহুল্য, ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের চূড়ান্ত দলটি হবে ১৫ জনের। কাছাকাছি সময়ের মধ্যে হওয়ায় এটিই বিশ্বকাপের দল হতে পারে বলে আলোচনা আছে। তবে জালাল জানালেন, ‘এটিই বিশ্বকাপ দল নয়, এশিয়া কাপের দল বিশ্বকাপের না-ও হতে পারে। কেউ খুব খারাপ করলে ও ফর্মে না থাকলে বিশ্বকাপ দলে পরিবর্তন আসতেও পারে।
নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট চাইলে তা করতেই পারে। তা ছাড়া বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল জমা দেওয়ার সময়সীমাও এখনো বেশ দূরে।
অনুশীলন শিবির আপাতত ঢাকায়ই করার পরিকল্পনা, ‘সিলেটকে তৈরি রাখা হচ্ছে। ওখানেই শিবির করতে পারলে সবচেয়ে ভালো হতো। কারণ সেখানকার উইকেটই প্রস্তুতির জন্য আদর্শ।
কিন্তু বৃষ্টির কথাও মাথায় রাখতে হচ্ছে। ঢাকায় যা (দেশের বৃষ্টিপ্রবণ এলাকাগুলোর তুলনায়) একটু কম। তাই শিবিরের শুরুটা ঢাকায়ই করার পরিকল্পনা।