গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মধ্য হানা দেয় পুলিশ। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১১ আগস্ট) রাতে উপজেলার কাটামোড় সড়কের দুধিয়া ব্রিজের ওপর থেকে ডাকাত সদস্যদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের মালেক মিয়ার ছেলে ফারুক মিয়া (২০), উথালী রথবাড়ী গ্রামের সামু আকন্দের ছেলে সিরাজুল ইসলাম (৪৭), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বারকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মাসুম মিয়া (২২) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জিরাই গ্রামের হাফিজার রহমানের ছেলে সোহেল রানা (২০)। তাদের ডাকাতি কাজে ব্যবহৃত ধারালো বেকি, লাঠি, রশি, শ্যালো মেশিনের হ্যান্ডেল, স্যালাইরেঞ্জ ও একটি সিএনজি জব্দ করা হয়েছে।
এ তথ্য নিশ্চত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় উল্লেখিত সরঞ্জামসহ তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে চুরি-ডাকাতির একাধিক মামলা রয়েছে।