নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবসে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করেছে জাসদ।
আজ মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল ৮:১৮ টায় জাতীয় শোক দিবস উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন জাসদ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ মোহসীন, জাতীয় শ্রমিক জোট সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদ সহ-সম্পাদক কৃষিবিদ কামরুজ্জামান ফসি, সহ-সম্পাদক মফিজুর রহমান বাবুল, হুমায়ুন সর্দার, জাতীয় যুব জোট সহ-সভাপতি আমিনুল আজিম বনি, তরিকুল ইসলাম, ছাত্রলীগ(ন-মা) সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ প্রমুখ।