নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় এর শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সামার ২০২৩ সেশনের প্রফেশনাল মাস্টার্স ইন পিস কনফ্লিক্ট এন্ড হিউম্যান রাইটসের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে ১ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম একই সাথে উচ্চারিত হয়। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সামাজিক বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে প্রফেশনালসদের জন্য এই মাস্টার্স প্রোগ্রাম শুরু করা হয়েছে কেননা এটি সময়ের চাহিদা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাবের আহমেদ চৌধুরী। তিনি বলেন, প্রফেশনাল মাস্টার্স এর সবচেয়ে বড় দিক হচ্ছে এখানে শিক্ষাটা শুধু একপাক্ষিক থাকেনা বরং সেটি ছাত্র এবং শিক্ষকের মধ্যে অর্জিত জ্ঞান ভাগ করে নেয়ার মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলে থাকে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের কোঅর্ডিনেটর জনাব সাইফুদ্দিন আহমেদ সহ বিভাগের অন্যান্য শিক্ষকগণ । এ সময় শিক্ষার্থীদের মাঝে ফুল ও উপহার সামগ্রী দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
উল্লেখ্য, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে এই মাস্টার্স প্রোগ্রামে ১ম ব্যাচে ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পায় । এবছরের ডিসেম্বর মাসে প্রফেশনাল মাস্টার্স এর ২য় ব্যাচের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।